খােলা বাজার২৪।। বুধবার, ৩ মে, ২০১৭: পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন একত্রে পৃথক পৃথক ব্যানার সহ শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের বিভিন্ন শ্লোগান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) এর সভাপতি হায়দার আলী বকুলের সভাপতিত্বে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্য থাকার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি কল্যাণ কুমার ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাস, কোচ, মাইক্রোবাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের (১৬৬০) এর সভাপতি হরিশ চন্দ্র, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি এ.রায়হান চৌধুরী রকি প্রমুখ। শ্রমিক দিবস অনুষ্ঠানে উপজেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, বাস,মিনিবাস,কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, অটোবাইক শ্রমিক ইউনিয়ন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে শ্রমিক সংগঠনগুলো পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেছে বলে জানা যায়।