Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18198495_439269013083393_22খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্দ্যেগে নিয়মিত ভ্রামমান আদালত পরিচালনার অংশ হিসেবে (০২ ও ০৩মে) মঙ্গলবার ও বুধবার ঠাকুরগাঁও পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
অভিযানে এক মবিল ব্যবসায়ীকে ভেজাল মবিল বিক্রির দায়ে ১৬৭০০ টাকা, ৯ ব্যাক্তিকে ভোক্তা অধিকার আইনে ৪,৫০০ টাকা ও দুইটি আবাসিক হোটেলে কাগজ পত্রে অনিয়মের কারণে ৩,০০০ টাকা সহ মোট ২৪,২০০(চৌব্বিশ হাজার দুইশত টাকা) জরিমানাসহ মামলা দেন। আদালত পরিচালনা কালে দুইটি আবাসিক হোটেল সহ মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু খাদ্য সামগ্রী, ও বিপুল পরিমান নিষিদ্ধ কোমল যৌন উত্তেজক পানীসহ ভেজাল মবিল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। জব্দকৃত মালামল গুলো ঘটনা স্থলে ধংস করা হয়।
আদালতে উপস্থিত ছিলেন জেলা প্রসাশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব নাইম হাসান খান, স্যানিটারি ইন্সপেক্টর আক্তার ফারুক, পেশকার সাইফুল ইসলাম, সদর থানার অফিসার-সহ সঙ্গীয় র্ফোস।
সে সময় আদালত জানায় জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।