Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

DSC_4049খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি চট্টগ্রামের বোয়াল খালীতেএনআরবি গ্লোবাল ব্যাংকের ৩৮তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের অডিটকমিটির চেয়ারম্যান মোহাম্মদ কুতুব উদ্দৌলা। এ সময় ব্যাংকেরপরিচালক মোরশেদুল আলম, সাবেকপরিচালক মোহাম্মদ মনজুর আলম শেঠ, ইউসুফ সামাদ, ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, চট্টগ্রাম রিজিওনের শাখা ব্যবস্থাপক বৃন্দ এবং আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উৎকর্ষ ব্যাংকিং সেবা ও অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ব্যাংকটি দেশে ও দেশেরবাইরে তাঁঁর স্বকিয়তাবজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলেআশাবাদ ব্যক্ত করাহয়। পরেঅতিথিবৃন্দ বোয়ালখালী শাখার সাথে স্থাপিত এটি এমবুথ এরআনুষ্ঠানিক উদ্বোধন করেন।