খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামি পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মিথ্যা-বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলায় ছাত্র রাজনীতির একজন সোনালী অতিতকে কারাগারে প্রেরন ফ্যাসীবাদী সরকারের নগ্ন রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গণতন্ত্র বিরোধী সরকার সমগ্র দেশটাকে একটা কারাগারে পরিনত করেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাদের কারাগারে প্রেরন করে সরকার বিরোধী জনমতকে চাপা দেবার চেষ্টা করছে।
নেতৃদ্বয় অবিলম্বে খায়রুল কবির খোকনসহ গ্রেফতারকৃত বিরোধী দলের সকল নেতা-কর্মীর নেঃশর্ত মুক্তির দাবী জানান।