Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭:  24খাগড়াছড়ি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ পরিমল দেবনাথের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের অপর্ণা চৌধুরী পাড়া এলাকায় মুখোশধারী ৩০-৪০ জন দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মুঠোফোনে প্যানেল মেয়র পরিমল দেবনাথ জানান, রাত সাড়ে ১০টার দিকে অপর্ণা চৌধুরী পাড়া এলাকার নিজস্ব জায়গার ওপর তিনি ও তাঁর এক সহযোগী কথা বলছিলেন। অতর্কিত ৩০-৪০ জন মুখোশধারী দা-কিরিচ ও লাঠিসোঠা নিয়ে আমাদের ঘিরে ফেলে। আমাকে লাঠি দিয়ে আঘাত করে। প্রাণ বাঁচাতে আমরা দৌঁড়ে পালালে তারা আমার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে।
কেন হামলা ঘটতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সন্ধ্যায় শালবন এলাকার বাসিন্দা শামীম নামে এক যুবকের বিচার করার ঘটনাকে কেন্দ্র করে আমার(পরিমল) ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন জানান, প্যানেল মেয়র পরিমল দেবনাথের তথ্যের ভিত্তিতে শালবন এলাকায় শামীমের বাড়ি সহ আশপাশ এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।