খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬৫% বিদ্যুৎ সাশ্রয় সেরা মানের গ্যারান্টি যুক্ত পন্য পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহি যমুনা শো-রুমে। এছাড়াও দেশের শীর্ষ স্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও অটো মোবাইল ব্র্যান্ড যমুনা এ যুক্ত হয়েছে আধুনিক ও উন্নতমানের টিভি, লিড, আইসিডি, থ্রিডে, এসি, ব্যালেন্ডার মেশিন, রাইস কুকুার মাইক্রো ওভেন, আয়রন, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ফ্যান, পেগাসাস মটর সাইকেল ইত্যাদি পন্য যমুনা শো-রুমে পাওয়া যায়। শো-রুমের মালিক আবু রায়হান জানান, মটর সাইকেল, যমুনা ফ্রিজের ১০ বছরের গ্যারান্টি। প্রতিষ্ঠানটি উপজেলার চাঁদনী রোড এলকায় অবস্থিত।