খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারি ঠাকুরগাঁও ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইয়াবা সহ তোতা নামে এক কূখ্যাত মাদক বিক্রেতাকে আটক করেছে।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর ডাবুরীপাড়া থেকে তাকে আটক করা হয়।
ডিবি সুত্রে জানা যায়,ডিবি পুলিশের মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ০৫নং বালিয়া ইউনিয়নের অন্তর্গত কুমারপুর ডাবুরীপাড়া গ্রাম হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ তোতা মিয়া (৪০)কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।সে উক্ত ইউনিয়নের কুমারপুর ডাবুরীপাড়া গ্রামের মৃতঃ আঃ জলিল এর ছেলে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আবুল বাশার জানান,ধৃত আসামী তোতা মিয়া একজন কূখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পঞ্চগড় জেলার বোদা থানায় একটি ও ঠাকুরগাঁও সদর থানায় ২টি মাদক মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।তিনি আরো জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।