খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: আগামী ৬ মে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ব্যালট নং ১ প্রার্থী আবু বক্কর ছিদ্দিক মিয়াসহ ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিবার্চনকে কেন্দ্র করে ১১ জন প্রার্থীর মধ্যে ১ নং ব্যালট থেকে শুরু করে ১১ নং ব্যালট পেপার পর্যন্ত ১১ জন প্রার্থী নির্বাচন যত ঘনিয়ে আসছে তত তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। গণসংযোগ অব্যাহত রাখছেন আবু বককর ছিদ্দিক মিয়াসহ সবাই। আবু বককর ছিদ্দিক মিয়া জানান- তিনি ইতিমধ্যে গিয়েছেন ঢালুয়া, বদরপুর, সরফাতুলী, ঘুহুদুয়া, মন্নারা, মঘুয়া, সিহর, চিওড়া, পুটিঝলা, মন্তলী, খেজুরগা, বেরলা, মোগরা, পৌছির, তেলপাই, হাসানপুর, আলীয়ারা, সান্দাইশ, সিংগুরিয়া সহ আশেপাশের সকল গ্রামে। তবে যত গ্রামের শিক্ষার্থীরা ঢালুয়া হাইস্কুলে অধ্যয়ন করছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে আবু বক্কর ছিদ্দিক মিয়া ভোট প্রার্থনা করছেন। যার সাথে যেখানে দেখা হচ্ছে সেখানেই জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। নির্বাচনে প্রচারণাকালীন এই সময় উপস্থিত ছিলেন জামাল উদ্দিন স্বপন, সফিকুর রহমান, বেল্লাল হোসেন, আলা উদ্দিন চৌধুরী, হাজী আবদুল খালেক, বেনু সাহা, ধনু সাহা, খালেক, কাশেম, জাহাঙ্গীর, মাওলানা দেলোয়ার হোসেন, ইয়াছিন ভূইয়া প্রমুখ। উল্লেখ্য যে স্কুলের ১ হাজার ৩ শত ১১ জন ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ১ নং ব্যালটে প্রার্থী আবু বক্কর ছিদ্দিক। তিনি সরফাতলী গ্রামের অলি মিয়ার ছেলে। তার চাচা সফিকুর রহমান মিয়াজী ছিলেন হোমনাবাদ আর্দশ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। আরেক চাচা ছিদ্দিকুর রহমান মিয়াজী ঢালুয়া হাইস্কুলের দুইবারের নির্বাচিত সভাপতি ছিলেন। তার ২ ছেলে ও এক মেয়ে। তিনি নিবার্চিত হলে গরীব দুঃখী অসহায় শিক্ষার্থীদের পাশে থাকবেন ।
অন্য প্রার্থীরা হলেন- আলী আক্কাছ দুলাল, আলী আক্কাছ ভূইয়া, ছেরাজুল হক ভূইয়া, জাহাঙ্গীর আলম মজুমদার, মাস্টার আহসান উল্যাহ, দেলোয়ার হোসেন খোকন, মুজিবুর রহমান ইঞ্জিনিয়ার, মাস্টার মহসীন, মোস্তফা কামাল বাবুল, হেলাল উদ্দিন ভূইয়া। তবে ১১ জন প্রার্থীর মধ্যে সুবিধাজনক অবস্থানে আবু বক্কর ছিদ্দিক মিয়া। প্রার্থীদের মধ্যে বদরপুর গ্রামে রয়েছে ৩ জন। এদিকে আচার আচরণের কারণে ভরাডুবির আশংকা রয়েছে প্রায় ৪ জনের। অন্য ৭ জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে পর্যবেক্ষকসহ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।