খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭: মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি শেষ হবে আগামী জুনে। সে লক্ষ্যে গত মাসে নতুন চুক্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছর মেয়াদি এ স্পন্সর স্বত্ব নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৬০ কোটি টাকা।
চার-পাঁচটি কর্পোরেট হাউজ এতে আগ্রহ প্রকাশ করেছিল। অবশেষে সবাইকে পেছনে ফেলে আবারও মাশরাফিদের টিম স্পন্সর হলো রবি।
আজ বৃহস্পতিবার পরবর্তী দুই বছরের জন্য জাতীয় দলের টিম স্পন্সরশিপের টেন্ডার অনুষ্ঠিত হয়। সে টেন্ডারে প্রাণ গ্রুপ কে পিছনে ফেলে অবশেষে রবিই হলো ফের মাশরাফিদের টিম স্পন্সর।