খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: সাসেক্সে দারুণ প্রস্তুতিই সেরে নিল টিম বাংলাদেশ। ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের হাফসেঞ্চুরিতে ৩১৪ রানের বড় সংগ্রহই করেছিল টাইগাররা। এরপর বল হাতেও দুর্দান্ত ছিল দলটি। সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়েছে তারা। ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে মুশফিকুর রহীমের দল।
বাংলাদেশের দেওয়া ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে সাসেক্স। তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪০.৩ বলে ১৮০ করে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহেমদ ও শুভাশিস রায়।
সাসেক্সের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন রবসন। এছাড়া ৪০ রান করেন জেনার। সাসেক্সের হয়ে ব্যাট করতে নেমে ৩২ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। আরেক বাংলাদেশি শফিউল করেন ১৩ রান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে টাইগাররা ৯ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করে। ইমরুল কায়েস আগের ম্যাচে ৪৪ রানে আউট হলেও এদিন দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ৪৫ বলে হাফসেঞ্চুরি স্পর্শ করা ইমরুল শেষ পর্যন্ত ৯২ রানে অবসর নিয়েই থামেন।
বোলিংয়ের আগে ব্যাট হাতেও সফল হয়েছেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত ব্যাটিং করে অপরাজিত ছিলেন ৬০ রানে। দারুণ এক হাফসেঞ্চুরি তুলেছেন সাব্বির রহমান। ৫২ রানে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এছাড়া মুশফিক ৪০ ও নুরুল হোসেন সোহান ২৭ রান করেন।