খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: ডিউক অব নরফোকের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং প্রস্তুতিটা হয়েছিল দারুণ। তবে বৃষ্টির কারণে ১৮ ওভারের বেশি বোলিং করা হয়নি টাইগারদের। সেই ১৮ ওভারে টাইগার বোলারদের অভিজ্ঞতাও ভালো ছিল না। তবে শুক্রবার সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংটাও দারুণ হচ্ছে টাইগারদের।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাসেক্সের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৬ উইকেটে ১৪৩। এই ম্যাচ জিতলে হলে সাসেক্সকে এখনো করতে হবে ১৭২ রান। হাতে আছে ১৬ ওভার।