খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার ছোটমেরুং হাজাছড়া এলাকায় মাটিরাংগা উপজেলার এক বয়োবৃদ্ধকে হাত-পা বাধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ব্যক্তি মাটিরাংগা উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা আমান উল্লাহ (৫৭) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে খাগড়াছড়ির দীঘিনালার ছোটমেরুং মাইনী নদীর পূর্ব পাড়ে হাজাছড়া যাওয়ার রাস্তার পার্শ্বে কে বা কাহারা এই লোকটিকে বৈদ্যুতিক তার দিয়ে হাত পা বেঁধে মুখে কসটেপ দিয়ে নদীর পাড়ে মাটিতে পুতে রাখে। খবর পেয়ে স্থানীয় পুলিশ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী মিলে তাকে উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার এস আই মো. ফয়জুল করিম জানান, দীঘিনালা উপজেলার মেরুং হাজাছড়া এলাকায় হাত-পা বাধা ও মুখে কসটেপ লাগানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তিনি এখন দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীণ অবস্থায় রয়েছে।