খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাক রফিকুল আনোয়ার আবারো সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ভারতে আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হলেন। এবারে এ মনোনয়ন পেয়েছেন কলকাতার বারাসাত কথা মালা মৈত্রী উৎসব থেকে। কলকাতার আলোচিত এ সংগঠন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সহযোগীতায় প্রতিবছর এ উৎসব করে থাকেন। এবারে বাংলাদেশে তাদের সহযোগী হলো অবাক পৃথিবী পত্রিকা। আগামী ৭ মে রবিবার বিকাল ৪টায় বারাসাত রবীন্দ্র ভবনে এ মৈত্রী উৎসব অনুষ্ঠিত হবে। মৈত্রী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জী, কৃষি বিভাগ মন্ত্রী শ্রী পুর্নেন্দু বসু, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, ভারতের উত্তর ২৪ পরগনার জেলার সভাপতি শ্রী মতি রেহানা খাতুন, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। উল্লেখ্য এ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। বাংলাদেশের যারা সঙ্গীত পরিবেশন করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলোÑ সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, আনিসা বিনতে আব্দুল্লাহ ও তানজিলা রুমা। নোয়াখালী প্রতিদিন সম্পাদক চলতি বছরের শুরুতে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ভারতের সৃজন বার্তা মৈত্রী সম্মাননা পদক লাভ করেন। ছাত্রাবস্থায় ১৯৮৪ সালে দৈনিক বাংলারবাণীর মাধ্যমে নোয়াখালী প্রতিদিন সম্পাদক সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি অসংখ্য সম্মাননা পদক লাভ করেন। কথাকলি মৈত্রী সম্মাননা পদক গ্রহণের জন্য নোয়াখালী প্রতিদিন সম্পাদক ৬ শনিবার মে ভারত উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৯ মে ঢাকার ফেরত আসার কথা রয়েছে। তিনি সকলের দোয়া প্রার্থী।