Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Photoখােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামে ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় পৈত্রিক ভিটায় ঘর করা হল না সুরাইয়া বেগমের। জানা যায় গত বৃহস্পতিবার ভোরে একই গ্রামের মৃত ফাইজ উদ্দিনের আফ্রাদ পুত্র শাহজাহান আফ্রাদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের দেয়াল ভাংচুর করে এ সময় সন্ত্রাসীরা বলেন আমাদেরকে টাকা না দিয়ে এখানে কোন ঘর নির্মাণ করা যাবে না। গত মাসের ১৬ তারিখ বিকালে সুরাইয়া বেগমের ঘরে ৮ জন সন্ত্রাসী এসে চাঁদা দাবি করে সুরাইয়া বেগম চাঁদা দেওয়ায় অস্বীকার করায় সন্ত্রাসীরা ঘর থেকে বাহির হয়ে বাড়ির আশে পাশের টিনের ভেড়া কুপিয়ে নির্মাণাধীন বিল্ডিং ভাংচুর করে আতংক সৃষ্টি করে। বিজ্ঞ আদালতে সুরাইয়া বেগম মামলা দায়ের করে। মামলা নং সি, আর ২৮৯/২০১৭ মামলাটির বিষয়ে শাহজাহান গং জানতে পেরে গত ৪ এপ্রিল ভোরে শাহজাহান পিতা মৃত ফাইজ উদ্দিন আফ্রাদ, দৌলত পিতা মৃত ফাইজ উদ্দিন, রশিদ মোল্লা পিতা: খলিল বক্স বেপারী, মোমেন পিতা: মোবারক, হারুন পিতামৃত আঃ বাতেন, শাকিল পিতা আফাজ উদ্দিনকে নিয়ে পুনরায় হামলা চালিয়ে নির্মাণাধীন বিল্ডিং ভাংচুর করে এ সময় বাধা দিতে গেলে সুরাইয়া বেগমের বৃদ্ধা মাকে মারধর করে। সুরাইয়া বেগমের বৃদ্ধা মা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সুরাইয়া বেগমের মেয়ের গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন ও একটি মোবাইলসেট স্যামসাং- নোট ৩ ও নিয়ে যায়। নরসিংদী মডেল থানায় অভিযোগ করেন। তৎক্ষনাত স্থানীয় জনপতিনিধি আবুল কালাম বাচ্চুকে জানালে সমস্যা সমাধানে অপারাগতা প্রকাশ করেন। তাই সুরাইয়া বেগম নিজের ও তার পরিবারের নিরাপত্তা জন্য প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করছে এবং সঠিক বিচারের দাবী জানায়।