খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: দিনাজপুরের বাংলা হিলিতে ৫০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সবুর জানান, গত শুক্রবার রাত পোনে ১০ টায় তার নেতৃত্বে পুলিশ উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে আঙ্গুরী বেগমের বাড়ীর সামনে থেকে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ ওই গ্রামের মোঃ আতোয়ার রহমানের স্ত্রী আঙ্গুরী বেগম ও মোঃ আলম হোসেনের স্ত্রী চান ভানুকে আটক করেন। এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি মাদক দ্রব আইনে মামলা দায়ের হয়েছে।