খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: বর্তমান সময়ে অন্যান্য চাষাবাদের পাশাপাশি আম চাষের উপর বিশেষ গুরুত্বরোপ করেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আম চাষীরা। চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন এলাকার আম চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৬০ হেক্টর জমিতে আমের চাষ করা হয়েছে। প্রতি বিঘাতে গড়ে ৫০ টি করে আমরুপালী আমের গাছ লাগানো হয়েছে। বড় ধরনের কোন প্রাকৃতিক দূর্যোগ না হলে এবছর প্রায় ৯০০ থেকে ১১’শ টন আম উৎপাদন হতে পারে বলে কৃষি বিভাগ জানান। বর্তমানে আমের দানা খুব ভাল ও রোগ বালাই তেমন নাই বললেই চলে। পৌর শহরের আমচাষী ও আল-তৌফিক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী বদরুজ্জামান তৌফিক জানান, তিনি আম রুপালী ৩০০ টি গাছ জমিতে আমচাষ করছেন, এবার তার ৭০ হাজার থেকে এক লাখ টাকার আম বিক্রি হবে বলে আশা করছেন। তবে উপজেলা কৃষি অফিসের তদারকীর কারণে সঠিক পদ্ধতিতে আম চাষ করে তারা অধিক লাভবান হবেন বলে আশা করছেন তিনি। উপজেলার টাকুরাই গ্রামের আমচাষী আবু বক্কর বলেন, তিনি স্থানীয় জাতের ২০টি কুমোড়জালী, সুরমাদানী আমের চাষ করছেন। কয়েকদিনের ঝড়ে তার আমের কিছু ক্ষতিও হয়েছে।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মুহা: মশিদুল হক বলেন, এবার মৌসুমের শুরুতেই আমের বাগানে মুকুল আশার আগেই আমচাষীদের নিয়ে পরামর্শ সভা করা হয়েছে। ফলে আম চাষীরা সঠিক পদ্ধতিতে আম চাষ করায় প্রচুর পরিমাণে এবার আম উৎপাদিত হবে।