Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

DSC_0175খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: সি.কে বিড়লা হসপিটালের গ্রুপ সিইও ও ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মিঃ উত্তম বোস বলেছেন, বাংলাদেশ থেকে এখন কোন রোগীকে ভারতে না গিয়েও বিশ্ববিখ্যাত সি.কে বিড়লা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নেয়া যাবে। বাংলাদেশের জনগণের জন্য রিফলেক্ট মেডিকেল সেন্টার এই সুযোগ করে দিয়েছে। আজ ৬ মে ২০১৭ ইং রোজ শনিবার বেলা সাড়ে ১২টায় ঢাকাস্থ স্থানীয় একটি হোটেলে রিফলেক্ট মেডিকেল সেন্টারের উদ্যোগে সি.কে বিড়লা হসপিটালের আউটরিচ ক্লিনিক ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গ্রুপ সিইও বলেন, রিফলেক্ট মেডিকেল সেন্টারের মাধ্যমে বিশ্বখ্যাত সি.কে বিড়লা হসপিটালের এ চিকিৎসাসেবা বাংলাদেশের নাগরিকদের জন্য অব্যাহত থাকবে। তাদেরকে অর্থব্যয় করে আর ভারতে যেতে হবেনা। বিড়ম্বনা পোহাতে হবে না ভিসা প্রসেসিং-এ। রিফলেক্ট মেডিকেল সেন্টারের সহযোগিতায় চিকিৎসকের পরামর্শ নিয়ে সকল রোগের সেবা নিতে পারবেন। তিনি আরও বলেন, আগে বাংলাদেশ থেকে অনেকে ভারতে গিয়ে সু-চিকিৎসা না পেয়ে অর্থ খরচ করে দেশে ফেরত আসতো। কিন্তু এখন সি.কে বিড়লা হসপিটালের অভিজ্ঞ চিকিৎসকগণ আউটরিচ ক্লিনিকের মাধ্যমে সহজেই রোগির সকল সমস্যা শুনে সু-চিকিৎসার পরামর্শ দেবেন।
মিঃ উত্তম বোস আরো বলেন, বাংলাদেশ ও ভারত বিভিন্ন বিষয়ে দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু। দুই দেশের শিক্ষা, চিকিৎসা, সাহিত্য, সংস্কৃতি অনেকটাই এক ও অভিন্ন। তিনি বলেন, সি.কে. বিড়লা হসপিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে একটি মাইলস্টোন হিসেবে কাজ করছে।
এই আউটরিচ ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশী রোগীরা ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে সরাসরি ভারতে সি.কে বিড়লা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন। ব্যক্ত করতে পারবেন জটিল ও কঠিন রোগের উপসর্গ।
সংবাদ সম্মেলনে বলা হয় প্রাথমিকভাবে রোগীদেরকে প্রিভিলেজ হার্ট কার্ড প্রদান করা হবে। এতে করে রোগীরা সাশ্রীয় মূল্যে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। এছাড়া বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ ডাক্তার, কনসালটেশন ফি ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে শতকরা ১০ ভাগ ছাড় পাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিফলেক্ট মেডিকেল সেন্টারের চেয়ারম্যান কাজী মনসুর উল হক, সি.কে বিড়লা হসপিটালের গ্রুপ হেড মার্কেটিং সোমব্রত রায়, গ্রুপ ব্রান্ডিং অরুন্ধুতি সেন, সিনিয়ার ম্যানেজার অভিজিত সাহা প্রমুখ।