Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: বুয়েনেস আইরেসে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মেসিকে চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফার শৃঙ্খলা কমিটি।

ফুটবল তারকা লিওনেল মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। গত ২৮ মার্চ থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর ফলে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে তিনি খেলতে পারেননি। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের করা আপিল গ্রহণ করে নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফার আপিল কমিটি।

বৃহস্পতিবার জুরিখে শুনানি শেষে আপিল কমিটি বলছে, শাস্তির জন্য মেসির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সেই সঙ্গে মেসির ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও প্রত্যাহার করা হয়েছে।

আপিল কমিটি বলছে, ফুটবল খেলার মাঠে রেফারিদের প্রতি যেমন সম্মান দেখাতে হবে, তেমনি ম্যাচে পক্ষপাতমূলক কোন আচরণও গ্রহণযোগ্য নয়। শাস্তি তুলে নেয়ায় এখন আর বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় অংশ নিতে বাধা থাকবে না মেসির।