খােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: সাউথইস্ট ব্যাংক লিমিটেড গত ৭ মে ২০১৭ তারিখে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে, “সাউথইস্ট ব্যাংক এক্সপ্রেস কার্ড” এর আনুষ্ঠানিক উদ্বোধন করে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এম কামাল হোসেন, উপস্থিত থেকে “সাউথইস্ট ব্যাংক এক্সপ্রেস কার্ড” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, মোহাম্মদ গোফরান, এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মুহাম্মদ শাহজাহান, এ কে এম নুরুল আলম সহ ব্যাংকের অন্যান্য উর্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক এক্সপ্রেস কার্ডের মাধ্যমে ব্যাংকিং এখন আরো সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। সাউথইস্ট ব্যাংকে একাউন্ট খোলার পর গ্রাহকদের আর তাদের ডেবিট কার্ডের জন্য অপেক্ষা করতে হবে না। এখন থেকে গ্রাহকরা সাউথইস্ট ব্যাংকের যে কোনও শাখায় একাউন্ট খোলার সময়ই তাদের সাউথইস্ট ব্যাংক এক্সপ্রেস কার্ড পিন সহ পাবেন এবং সাথে সাথেই তার একাউন্ট পরিচালনা করতে পারবেন।