খােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: যশোরের আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে বেড়েছে ভারত বাংলাদেশের মধ্যে বৈধ-অবৈধপথে মানুষের গমনাগমন। রবিবার দুপুরে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সন্দেহে তিন নারী ৩শিশু ও ১২জন পুরুষসহ ১৮জনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আটককৃতরা নড়াইল,বাগেরহাট গোপালগজ্ঞ ও ফরিদপুর জেলায়।
বেনাপোল পোর্ট থানার ওসি(তদন্ত) শামিম হোসেন জানান,দেশের বিভিন্ন স্থান থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে বাসযোগে বেনাপোলে আনা হচ্ছে অনেক নারী পুরুষকে। বেনাপোল সীমান্ত পথে এসব নারী-পুরুষকে ভারতের পাচার করা হবে জানতে পারে তারা। রবিবার দুুপুরে বেনাপোলে আসা একটি বাস থেকেন ইব্রাহিম,শামিম,কাকলী,মিরাজ,জয়তুন,সনজয় সহ১৮নারী পুরুষকে আটক করে পুলিশ সদস্যরা। তবে কোন দালালকে আটক করতে পারেনি তারা। আটককৃদেরকে যশোর কোর্ট হাজতে প্রেরন করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা শামীম হোসেন।