খােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগিরা। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাদের দোকান-পাট বন্ধ রেখে রাস্তায় নেমে পড়ে। অবস্থা বেগতিক দেখে অফিসে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে সংশ্লিস্ট বিদ্যুতের লোকজন। পরে দুপুর দুইটার দিকে ইউএনওর আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ জনতা।
রবিবার দুপুরে স্থানীয় চৌরাঙ্গী মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে ভুক্তভোগিরা।
জানাগেছে, জেলার ৫ টি উপজেলার মধ্যে সদর, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সেবা অনেকটাই নিরবিচ্ছিন্ন থাকলেও ব্যতিক্রম শুধু হাতীবান্ধা এবং পাটগ্রাম উপজেলার ক্ষেত্রে। ফলে ওই উপজেলা দুটিতে বিদ্যুতের দুরবস্থার কারণে সরকারের ব্যাপক উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করেন স্থানীয়রা।
ভুক্তভোগী লোকজনের সাথে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে সবমিলিয়ে ১৮ ঘন্টা বিদ্যুৎ পেয়েছে পাটগ্রামে মানুষজন। শনিবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে ২৪ ঘন্টায় তা চালু হয়নি। তাই আজ পাটগ্রামের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে।
এ বিষয়ে পাটগ্রাম আবাসিক নির্বাহী প্রকৌশলী (বিতরণ) আব্দুল মতিন সাংবাদিকদের বলেন, লালমনিরহাট-পাটগ্রাম বিদ্যুৎ সঞ্চালন লাইনের মূল সমস্যা হচ্ছে দূরত্ব। এ কারণে বিদ্যুৎ বারবার বিচ্ছিন্ন হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, বিদ্যুতের যে হালচাল, তাতে এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাই অত্র এলাকায় বিদ্যুতের ভোগান্তি নিয়ে প্রধানমন্ত্রীর দফতরে প্রতিবেদন পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ এনামুল কবির বলেন, জেলার অন্যান্য উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ঠিকই চলছে। কিন্তু হাতীবান্ধার পাশাপাশি পাটগ্রামে যে বিদ্যুৎ ভোগান্তি শুরু হয়েছে, তাতে করে সরকারি কাজ কর্মে মারত্বক সমস্যা হচ্ছে ।