Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ৭ মে, ২০১৭: 62নিজেদের কয়েকজন জঙ্গিদের মুক্তির বিনিময়ে নাইজেরিয়ায় অপহৃত ২৭৬ জন স্কুলছাত্রীর মধ্যে ৮২ জনকে মুক্তি দিয়েছে জঙ্গিগোষ্ঠি বোকো হারাম। দেশটির প্রেসিডেন্ট অফিস এ তথ্য নিশ্চিত করলেও ঠিক কতজন জঙ্গিকে মুক্তি দেয়া হয়েছে তা জানানো হয়নি।

২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ছিবক থেকে ওই ২৭৬ জন ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। তারা ‘ছিবক বালিকা’ হিসেবে পরিচিত।

মুক্তি পাওয়া ছাত্রীরা বর্তমানে সেনা হেফাজতে রয়েছে। শনিবার মুক্তির পর প্রত্যন্ত এলাকা থেকে তাদের ক্যামেরুন সীমান্তের নিকটবর্তী বাঙ্কি সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

রোববার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আবুজা শহরে স্কুলছাত্রীদের গ্রহণ করবেন বলে সরকারি সূত্রের বরাত দিয়েছে বিবিসি জানিয়েছে।

এর আগে ২০১৪ সালে অভিযান চালিয়ে ৫০ জন স্কুলছাত্রীকে মুক্ত করা হয়। এছাড়া গত অক্টোবরে রেডক্রসের সঙ্গে আলোচনার পর বোকো হারাম আরো ২১ জন ছাত্রীকে মুক্তি দেয়।

সরাকরি সূত্র জানায়, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় খিলাফত প্রতিষ্ঠার নামে গত ৮ বছরে বোকো হারাম হাজার হাজার মানুষকে অপহরণ করে। এ সময়ের মধ্যে তারা ৩০ হাজার মানুষকে হত্যা করে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয় লাখ লাখ মানুষকে।