Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: 44“সর্বত্র-সবার জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নানা আয়োজনের মধ্যে দিনাজপুরে পালিত হলো ১৮৯তম বিশ্ব রেড ক্রস-রেডক্রিসেন্ট দিবস।
সোমবার ১৮৯তম বিশ্ব রেড ক্রস-রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৯টায় পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আটকে পড়া মানুষ উদ্ধারের মহড়া প্রদর্শিত হয়।
সোসাইটির ভাইস চেয়ারম্যান বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। আলোচনায় অংশ নেন সেক্রেটারী মোঃ আলাউদ্দীন, নির্বাহী কমিটির সদস্য কামরুল হুদা হেলাল, আলতাফুজ্জামান মিতা, রঞ্জিত কুমার সাহা, আবু ইবনে রজব এবং আজীবন সদস্য সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম ও নুর সাবা বেগম। অনুষ্ঠান সঞ্চালন করেন সোসাইটির সহকারী পরিচালক আকরাম আলী খান।
দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সহযোগীতা করেন তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের কর্মকর্তারা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিজয়ী ৬ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের আজীবন সদস্যগণ, যুব রেডক্রিসেন্ট সদস্যগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। পরে দুর্যোগ কবলিত উচু ভবন থেকে আটক মানুষদের উদ্ধারের মহড়া দেখানো হয়।