খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: সিএসডি ও পুলহাট এলএসডি খাদ্য গুদামে ২০৯ মেট্রিক টনসহ দিনাজপুরে ৪ হাজার ৫৬৮ মেট্রিক টন লক্ষ্য মাত্রা নির্ধারণ করে ২৮ টাকা কেজি দরে অভ্যন্তরিত গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দিনাজপুর পুলহাট এলএসডি খাদ্য গুদামে গম সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান। পুলহাট এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদেক সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুরুন্নবী, সিএসডি খাদ্য গুদামের ব্যবস্থাপক মোঃ মাহমুদ হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির সদস্য শাহ ইয়াজদান মার্শাল ও আব্দুর রহমান বকুল।
প্রধান অতিথি ইউএনও তার বক্তব্যে বলেন, মানুষের খাদ্য হচ্ছে মৌলিক চাহিদা। অন্যান্য সকল চাহিদা পুরনের আগে মানুষের এই চাহিদা পুরন করা একান্ত প্রয়োজন। বাংলাদেশ সুজলা সুফলা শস্যের দেশ হলেও অনেক সময় প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে দেখা দিয়েছে খাদ্য সংকট। বর্তমান সরকারের অন্যতম উদ্দেশ্য হচ্ছে খাদ্য সংকট দেশ থেকে সম্পূর্ণরুমে নিমর্ুুল করা।