Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

DDegy20150321112752খােলা বাজার২৪।। সোমবার, ৮ মে, ২০১৭: ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম শীর্ষ ছাত্র নেতা, ডাকসুর সাবেক জিএস, সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরশাসরা যুগে যুগে জনপ্রিয় নেতাদের বিভিন্ন অজুহাতে কারাগারে আটকে রাখে। কিন্তু, ইতিহাস প্রমান করে এতে করে শাসকদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হলেও চিরস্থায়ী হয় না। বরং ঐ সকল স্বৈরশাসকদের পরিনতি হয় অত্যান্ত ভয়াবহ।

তারা বলেন, গণবিচ্ছিন্ন ভোটবিহীন সরকার খায়রুল কবির খোকনসহ শত শত বিরোধী দলের নেতা-কর্মীদের মির্থা মামলায় কাগারে প্রেরন করে তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টায় লিপ্ত। মূলত সরকার ভুলে গেছে এভাবে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা যাবে না। সবাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহনের কথা বললেও স্বৈরশাসকরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহন করে না। আর করে না বলেই ইতিহাসের আস্তাকুরে তাদের জায়গা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বর্তমান হাসিনা-এরশাদের যৌথ সরকারকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহনের আহ্বান জানিয়ে অবিলম্বে ছাত্র রাজনীতির সোনালী অতিত খায়রুল কবির খোকনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন : আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, নাজিমউদ্দিন আলম, ফজলুল হক মিলন, সাইফুদ্দিন আহমেদ মনি, মোস্তাফিজুর রহমান বাবুল, খন্দকার লুৎফর রহমান, সালাউদ্দিন তরুণ, আসাদুর রহমান খান।

Attachments area