খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৯ মে, ২০১৭: বেনাপোল বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, স্থানীয় সরকার ব্যাবস্থার উন্নয়নে কাজ করছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার। আইনের শাষন বিচার বিভাগ, আর্থসামাজিক ও পল্লী এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন সহ ভাগ্য উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহন করা হচ্ছে। এসবের বাস্তবায়নে কাজ করছেন তারা। আগামী ২০১৭-২০১৮অর্থ বছরের ইউনিয়ন পরিষদের ২ কোটি ২ লাখ ৫১ হাজার ১০ টাকা বাজেট ঘোষনা করা হয়। এর মধ্যে উন্নয়ন বাজেট ১ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৫শ ১০টাকা রাজস্ব ব্যায় ৮ লাখ ৯৯ হাজার ৫শটাকা ধরা হয়। যা গত অর্থবছরে উন্নয়ন ও রাজস্ব বাজেট ঘোষনা করা হয়েছিল১কোটি ২লাখ ৬৯ হাজার৫শ টাকা। বাজেটে উন্নয়নের প্রতিফলন ঘটাবে। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মঙ্গলবার দুুুপুরে বেনাপোল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে উন্নুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে তিনি একথা বলেন-বাজেট ঘোষনা অনুষ্টানে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ রহিম, শিক্ষক গোলাম রসুল, ইউপি সচিব মিলন হোসেন, মেম্বর আব্দুল মান্নান, ইউনুস আলী, লুৎফর রহমান মিন্টু, রুহুল আমিন, মফিজুর রহমান, সাকের আলী, চায়না খাতুন, আনজু মানয়ারা খাতুন, বখতিয়ার রহমান বক্ত, আম্বিয়া খাতুন, মশিয়ারর রহমানসহ সুধিজনেরা।