খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৯ মে, ২০১৭: গৃহকর্তার অনুপস্থিতির সুযোগে নাটোরে একটি বাড়িতে ঢুকে ৫০ ভরি স্বর্ণালংকার লুট করেছে একদল দূর্বৃও। মঙ্গলবারগভীর রাতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত সদর উপজেলার চৌধুরী বড়গাছা এলাকায় ব্যবসায়ী আবুল কাসেমের বাড়িতে ঢুকে ভেতরে থাকা মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার লুট করে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বাড়িটির মালিক আবুল কাসেম স্ত্রীসহ চিকিৎসার জন্য ভারতে যাওয়ায় বাড়িটিতে তাদের দুই মেয়ে, শাশুড়ি ও কাজের বুয়া বাসায় ঘুমিয়ে ছিলো। রাত ৩টার দিকে ১০/১২ জনের একদল দূর্বৃত্ত কালো কাপড়ে মুখ ঢেকে জানালা ভেঙ্গে ওই বাড়িতে ঢুকলে তাদের উপস্থিতি টের পেয়ে সকলে জেগে যায় এবং চিৎকার করতে শুরু করে। এসময় দূর্বৃত্তরা তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারীর তালা ভেঙ্গে ৫০ ভরি স্বর্নালংকার নিয়ে তাদের হাত-মুখ বেঁধে রেখে বেরিয়ে যায়। ভোরের কিছু আগে পাশ্ববর্তী বউ বাজার এলাকা দিয়ে পালানোর সময় এক শ্রমিক দূর্বৃত্তদের থামতে বললে তাকে পিটিয়ে হাত-পা বেঁধে পাশের আখ ক্ষেতে ফেলে রাখে তারা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি ডাকাতি নয় বরং চুরি। পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।