Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৯ মে, ২০১৭:  43পঞ্চগড়ের বোদা উপজেলার ৪ জন শিক্ষার্থী মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০১৬ নির্বাচিত হয়েছেন। এরা হলেন বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের শিক্ষাথী কাজী জারিন আর রেশামী রচনা, সঞ্চিতা সরকার, সামিয়া ফাইরুজ সেজুতি এবং বোদা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী। এ ব্যাপারে ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, মেধাবী শিক্ষার্থীরা বলেছে, ‘স্কাউট না করলে বুঝতে পারতাম না নিয়মশৃঙ্খলা কাকে বলে। এই স্কাউটসের মাধ্যমে একজন মানুষ সমাজ জীবনে অনেক কিছুই পরির্বতন আনতে পারে। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদমর্যাদা অর্জন আগামীতে আমাদের আরো একধাপ এগিয়ে নেবে। বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল বলেন, প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড অর্জন আমার বিদ্যালয়ের জন্য গৌরবের। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান বলেন, স্কাউট একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ গড়তে সহযোগিতা করে। যারা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে তারা বোদা উপজেলার জন্য অনেক গৌরবের। উল্লেখ্য ২০১৫ সালেও বোদা পাইলট গালস স্কুল এন্ড কলেজ থেকে ৪জন আফসানা আকতার মিমি, ইশরাত জাহান ইভু, কানিজ ফাতেমা ও আরাফাত শাহেদী রুবু প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অজন করেছিলেন।