খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৯ মে, ২০১৭: দক্ষিণ কোরিয়ার ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে উদারপন্থী প্রার্থী মুন জায়ে-ইনকে বেছে নিচ্ছেন বলে এক্সিট পোল জরিপ থেকে আভাস পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এক্সিট পোল জরিপ অনুযায়ী, মুন জায়ে-ইন শতকরা ৪১.৪ ভাগ ভোট পাচ্ছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রক্ষণশীল হং জুন-পাই পাচ্ছেন শতকরা ২৩.৩ ভাগ ভোট। তিনটি টেলিভিশন নেটওয়ার্ক যৌথভাবে এই জরিপ সম্পন্ন করে।
নির্বাচিত হলে মুন জায়ে দক্ষিণ কোরিয়ার বর্তমান নীতি বদলে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ উন্মুক্ত করবেন বলে নির্বাচনি প্রচারণায় জানিয়েছিলেন।
এক্সিট পোলের পূর্বাভাষ অনুযায়ী যদি সত্যিই মুন জায়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে বুধবারই প্রেসিডেন্ট পদে তিনি শপথ নিবেন।
মূলত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই দুর্নীতির অভিযোগে পদচ্যুত হওয়ার পর দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বামপন্থী প্রার্থী মুন জায়ে ইন গণতান্ত্রিক আন্দোলন কর্মী ও মানবাধিকার আইনজীবী। তিনি উত্তর কোরিয়া হতে আগত শরণার্থীর পুত্র। ১৯৭০ সালে ছাত্রাবস্থায় তৎকালীন সামরিক শাসক পার্ক চুং-হাই এর বিরুদ্ধে বিক্ষোভ করার কারণে তিনি জেল খাটেন। উল্লেখ্য, পার্ক চুং-হাই দক্ষিণ কোরিয়ার দুর্নীতির দায়ে সদ্য বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই এর পিতা।
মঙ্গলবার ভোট দেয়ার সময় মুন জায়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, কেবলমাত্র আমার পার্টি এবং আমিই নই বরং দেশের জনগণও সরকারের পরিবর্তনে অনেক মরিয়া হয়ে আছে।