খােলা বাজার২৪।। শনিবার, ৬ মে, ২০১৭: ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, অাওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের কারনে জনমনে নাভিশ্বাস উঠেছে। জনগন ফ্যাসীবাদি অপশক্তির সন্ত্রাস দুর্নীতি, গুম খুন ও অত্যাচার নির্যাতনের হাত থেকে মুক্তি চায়। লেবার পার্টির নেতা কর্মীদের অাগামী দিনের গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সংগঠনকে শক্তিশালী করার অাহবান জানিয়ে বলেন, জনগন দ্রব্যমুল্যে উর্ধ্বগতি, গ্যাসের মুল্যবৃদ্ধি ও লুটপাটের কারনে সরকারের বিরুদ্ধে বিক্ষুদ্ধ। তাদের সংগঠিত করে বেগম খালেদা জিয়ার দেশ বাচাঁও মানুষ বাচাঁও সংগ্রামে সামিল করতে হবে।
তিনি বলেন, বিনাভোটে ক্ষমতা দখল করে অাইন শৃংখলাবাহীনি, সিভিল প্রশাসন ও জনগনকে জিম্মি করে ক্ষমতায় টিকে অাছে। ভোটারবিহীন সরকারের সাথে জনগনের ম্যান্ডেট না থাকায় জনাতংঙ্কে ভুগছে। তাই ক্ষমতা হারাতে ভয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। ২০ দলীয় জোট জনগনের ভোটাধিকার ও গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না করে ঘরে ফিরে যাবে না।
তিনি অাজ (শনিবার) বিকাল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ে চট্টগ্রাম লেবার পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তাব্যে একথা বলেন।
চট্টগ্রাম মহানগর লেবার পার্টির সভাপতি মোঃ অালাউদ্দিন অালীর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ অানোয়ার হোসেন মানিক। বক্তাব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ অাফসার উদ্দিন, প্রচার সম্পাদক অাবুল কালাম সওদাগর, দক্ষিন জেলা সেক্রেটারী রফিকুল ইসলাম, সহ সভাপতি মোহাম্মদ হোসাইন, কর্নফুলী থানা সভাপতি রেজাউল করীম, বাকলিয়া থানা সভাপতি জামাল উদ্দিন, চান্দঁগাও থানা সভাপতি মোঃ মেসবাহ উদ্দিন, অানোয়ারা থানা সম্পাদক মোঃ জাহেদ হোসেন ও ছাত্র মিশন ঢাকা মহানগর ছাত্রমিশন নেতা রোকনুজ্জামান, মোহাম্মাদ ইমন প্রমুখ ।