Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭:পঞ্চগড়ের বোদায় মহান দার্শনিক ধর্মগুরু আনন্দ মুর্ত্তিজী’র ৯৬ তম জন্মতিথি উদযাপন উপলক্ষে নগর পরিক্রমা, ভজন-কীর্ত্তন ও আলোচনা সভা গতকাল বুধবার সকাল ১১টায় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দিরে অনুষ্ঠিত হয়। উপজেলা উপভুক্তি কমিটি, আনন্দমার্গ প্রচার সংঘ এর আয়োজনে নগর পরিক্রমা ও ভজন কীর্ত্তন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা উপভুক্তি প্রধান বাবু প্রবীর কুমার সরকার, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার বাবু জীবধন বর্ম্মন, বোদা উপজেলার উপভুক্তি প্রধান বাবু মধুসুধন বর্ম্মন, ডাঃ চন্দন কুমার সরকার প্রমুখ।