খােলা বাজার২৪।। বুধবার, ১০ মে, ২০১৭: ধর্মীয় ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজ গুরু বিহার থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শড়রের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে একি স্থানে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা, গন্যমান্য বক্তিবর্গ, বৌদ্ধ নর-নারী, সকলে অংশ গ্রহন করে । রাজগুরু বেীদ্ধ বিহারে যথাযোগ্য সমারোহে দিবসটি উৎযাপন করা হয়।
এইদিনে সিদ্ধার্থ /গৌতমবুদ্ধ জন্ম গ্রহন ও পরিনির্বাণ লাভ করেন। ধর্ম প্রান নর নারীবৃন্ধ রাজ গুরু ( উ পঞ্চা মহাথের) নিদের্শনায় বেীদ্ধকে উদ্দেশ্য করে ৮ম শীল গ্রহন , ধর্ম দেশনা ,কল্পতরু সহ ,অন্যান্য দানীয় দ্রব্যাদি জলদ্বারা বটবৃক্ষ প্রঙ্গনে দান করেন ।
সন্ধ্যায় হাজার প্রদ্বীপ প্রজ্জলনের মাধ্যমে দিবসের পরিসমাপ্তি ঘটবে।