খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ দেশের জন্য ভাল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে দেশের জাতীয় পত্রিকার সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত দুই ঘণ্টাব্যাপী সংবাদ সম্মেলনে তার দলের ‘ভিশন ২০৩০’ তুলে ধরেন। বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়, সেই রূপরেখা রয়েছে এই মহাপরিকল্পনায়।
খালেদা জিয়ার সেই সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রস্তাবনাকে ‘ফাঁপানো রঙিন বেলুন’ হিসেবে আখ্যায়িত করেন। ওবায়দুল কাদের বলেন, ‘এটি অচিরেই চুপসে যাবে।’
এছাড়া সরকারের কয়েকজন মন্ত্রী ও শরিকদের নেতারাও খালেদার ভিশন ২০৩০ এর সমালোচনা করেন।
বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ তে অনেকগুলো বিষয় অর্থনীতি সংশ্লিষ্ট জানিয়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এখন পর্যন্ত এটা সম্পর্কে কমেন্ট করব না। কারণ পুরা সেগমেন্টটা আমি এখনও পাইনি। কোনো কাগজে পুরো স্টেটমেন্টটা নেই। আমি সকাল বেলা আটটি কাগজ পড়েছি। এটা পাওয়া সহজ। আমি উনার অফিস থেকে প্রত্যেকবার নিয়ে আসি। এবারও তাই করব।’
পত্রিকায় নিউজটা তো দেখেছেন তিনি বাংলাদেশের কোন কোন জায়গায় কী কী করতে চান। কিছু টাইমলাইন দেওয়া আছে। কিছু লক্ষ্য দেওয়া আছে- শ্যামল দত্তের দেওয়া এমন তথ্যের পর মুহিত বলেন, ‘ইয়েস, আই থিঙ্ক দিস ইজ গুড। এটা তো দেশের জন্য ভাল। ইউ হ্যাভ এ প্রজেকশন বাই এ ইম্পপর্টেন্ট পলিটিক্যাল পার্টি।’