খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭: দেশের বৃহৎতম সেচ প্রকল্প দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ্য ভাবে পাথর উত্তলনের সময় ইউএনও‘র ঝটিকা অভিযানে পাথর উত্তোলনের কাজে ব্যাবহৃত তিনটি ভারি শ্যাল মেশিন,ছয়টি নৌকা আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়নের তৌশিলদার বাদি হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহৎতম সেচ প্রকল্প দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকায় অবৈধ্য ভাবে পাথর উত্তলনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ এনামুল কবির এক ঝটিকা অভিযান পরিচালনা করেন। রাত ৮টা পর্যন্ত চলা ওই অভিযানে অভিযুক্তরা নদীতে নেমে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের পাথর উত্তলনে ব্যাবহৃত তিনটি ভারি শ্যাল মেশিন,ছয়টি নৌকা ও নদী থেকে অবৈধ্য ভাবে উত্তোলনকৃত পাথর আটক করা হয়।ওই অভিযানে দোয়ানী পুলিশ ফাড়ির ইনর্চাজ আঃ রাজ্জাক,আনসার ক্যাম্প ইনচার্জ আঃ খালেক সহ পুলিশ ও আনসার সদস্যগন অংশগ্রহন করেন। পরে আটককৃত মালামাল জব্দ করা হয়।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের তৌশিলদার বিপুল কুমার রায় বাদি হয়ে অভিযুক্তদের অজ্ঞাত নামা উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুধু নদীতেই নয়, যে কোন স্থানে মেশিন দিয়ে অবৈধ ভাবে পাথর-বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।