খােলা বাজার২৪।। বৃহস্পতিবার , ১১ মে, ২০১৭: ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পর্যবেক্ষক আসছে আগামী সপ্তাহেই। বআংলাদেশ ক্রিকটে বোর্ডের প্রধান নির্বাহী সংবাদ মাধ্যমকে বলেন, আগামী আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার প্রক্রিয়ার অংশ হিসেবেই আসবেন ওই পর্যবেক্ষক।
নিরাপত্তা দলের রিপোর্টের ওপর ভিত্তি করেই ক্রিকেট অস্ট্রেলিয়া পরবর্তী পদক্ষেপ নেবে। সিইও নিজামউদ্দিন বলেন, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো দল সফরের আগে একটা নির্ধারিত মান নিশ্চিত করতে চায়। এ হিসেবে আগামী সপ্তাহে একটি দল পাঠানোর কথা তাদের। তারা দলের জন্য সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। কোন সুযোগ থাকলে তা জানাবে তারা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এ সফর অনুষ্ঠানের ব্যাপারে আন্তরিক।’ গত সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, আমরা কেবল বিস্তারিত জানার জন্য কাজ করছি। আমি অত্যন্ত সন্তুষ্ট যে সব কিছু সুন্দরভাবেই এগুচ্ছে এবং এ সফর এবার হবেই। আমরা চাই নিরাপত্তায় যেন কোর ত্রুটি না থাকে। আমাদের পররাষ্ট্র বিভাগ ও সরকারের অন্যান্য সংস্থাও আশাবাদি যে সফর হবেই।’
সম্প্রতি আইসিসি সভা শেষে দেশে ফেরার পর বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, সিএ প্রেসিডেন্ট ডেভিড পিভার ব্যাক্তিগতভাবে নিশ্চয়তা দিযেছেন অস্ট্রেলিয়া দলের সফরের ব্যাপারে। সুচি অনুযায়ী অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা ১৮ আগস্ট। চট্টগ্রামে ২২ তারিখ থেকে এক প্রস্ততি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হবে ২৭শে আগস্ট। আর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ঠা সেপ্টেম্বর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া দল নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট না হয়ে বাংলাদেশ সফর স্থগিত করে।