খােলা বাজার২৪।। শুক্রবার , ১২ মে, ২০১৭: ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামী সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে সিলেট থেকে তাদের দু’জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক।
বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে এ ঘটনা ঘটে। ৪০ দিন পর ভুক্তভোগী ওই দুই ছাত্রী ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
সিলেট জেলা পুলিশ ও সিলেট মেটোপলিটন পুলিশ ও পুলিশ সদর দপ্তরের সমন্বয়ে গঠিত একাধিক দল যৌথ অভিযান চালিয়ে সাফাত ও সাদমানকে গ্রেপ্তার করে। সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায সিলেট শহরের একটি বাড়ি থেকে বনানীতে তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে। রাত ১২ টা থেকে ১ টার মধ্যেই তাদের ঢাকায় হাজির করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মামলার ৪০ দিন আগে ধর্ষণের শিকার ওই দুই ছাত্রী বিপর্যস্ত ছিলেন। মামলা করলে কিংবা আইনের আশ্রয় নিলে ও পুলিশ-র্যাবকে জানালে তাদের হত্যা করা হবে বলে হুমকি দেয়া হচ্ছিল। যে কারণে মামলা করতে সাহস পাননি বলে জানিয়েছেন তারা।