খােলা বাজার২৪।। শুক্রবার , ১২ মে, ২০১৭: যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনও প্রতিষ্ঠান হিসেবে ৮০০ বিলিয়ন ডলার বাজার মূলধন স্পর্শ করল টেক জায়ান্ট অ্যাপল ইনকরপোরেটেড। অ্যাপলের যদি এভাবে বাজার মূলধন বাড়তে থাকে তবে বছর শেষে তা ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের শেয়ার এই বছর ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত নভেম্বর নতুন সরকার গঠনের হওয়ার পর তা থেকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
লিবার্টি ভিউ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট রিক্ মেকলার বলেন, অ্যাপল বর্তমানে এই দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ। তিনি আরও বলেন, অ্যাপলের পণ্য স্বল্প হলেও তারা বাজারে প্রাধান্য বিস্তার করে আছে এবং বড় বড় সব প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতা করে টিকে আছে। সূত্র : খালিজ টাইমস।