খােলা বাজার২৪।। শুক্রবার , ১২ মে, ২০১৭: নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলমকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
শুক্রবার (১২ মে) বিকাল ৫ টায় নবগ্রাম উচ্চ বিদ্যালয় অভিমুখে এ কর্মসূচী পালন করা হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশ বক্তব্য রাখেন, ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রানা, অভিভাবক মো.ইউসূফ আলী, এলাকাবাসী মো.ইসহাক মিয়া, ব্যবসায়ী মো.নয়ন, সাইফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম দীর্ঘ দিন থেকে বিদ্যালয়ের ছাত্রদের বলাৎকার, অর্থ আত্মস্বাথ, ভিটি বিক্রয়, ছাত্রীদের যৌণ হয়রানীসহ নানা অপকর্ম করে আসছে।
গেল বছর বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র মো.খায়রুল ইসলাম হৃদয়কে বলাৎকারের ঘটনায় প্রমাণাদি সহ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করলে তিনি বিষয়টি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে প্রতিবেদ দাখিল করে।
বক্তারা আরো বলেন, প্রধান শিক্ষক নূর আলম অর্থশালী হওয়ায় স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের ম্যানেজ করে ঘটনাটি আড়াল করার চেষ্টা করে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতিবাদের মুখে গত ৬ মাস নূর আলম বিদ্যালয়ে না এসে পলাতক রয়েছেন। অভিলম্বে বলাৎকার ও অর্থ আত্মস্বাথকারী প্রধান শিক্ষক নূর আলমের গ্রেফতার ও বহিষ্কারের দাবি জানান তাঁরা।