খােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব ভবনে প্রয়াত চারণ সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এক সাধারন সভায় ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি রাসেল মাহমুদ (চ্যানেল আই) ও সাধারন সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর ( এটিএন নিউজ) ঐক্যমতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক/ এটিএন বাংলা) এডভোকেট সুজন হায়দার জনি (দেশ টিভি) যুগ্ন সম্পাদক ফরিদুল হাসান ফরিদ (আরটিভি), কোষাধ্যক্ষ এডভোকেট সেতু ইসলাম (ইন্ডিপেন্ডেন্ট টিভি), সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন সুমন (এনটিভি), দপ্তর সম্পাদক মাসুদুর রহমান (ডেইলি সান), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দীন দেওয়ান (৭১ টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানজিল চাকলাদার (ট্রিবিউন), প্রচার সম্পাদক সাইফুল ইসলাম টিটু (ইটিভি) ও ক্রীড়া সম্পাদক শিহাবুল হাসান (চ্যানেল-নাইন)।
কার্যকরী সদস্যরা হলেন- মীর নাসির উদ্দিন উজ্জ্বল (জনকন্ঠ/ মাছরাঙ্গা), আতিকুর রহমান টিপু (করতোয়া), মোজাম্মেল হোসেন সজল (মানবজমিন/ডিবিসি), এডভোকেট মু.আবু সাঈদ সোহান ( দৈনিক নয়াদিগন্ত), মাহবুব আলম লিটন (সংবাদ), কাজী সাব্বির আহমেদ দীপু (সমকাল), মাসুদ খান (কালেরকন্ঠ), এডভোকেট .লাভলু মোল্লাহ (বাংলাদেশ প্রতিদিন) সাইদুর রহমান টুটুল (এশিয়ান টিভি/ যুগান্তর), মো: মাসুদ রানা (আলোকিত বাংলাদেশ/ দৈনিক মুন্সীগঞ্জের কাগজ) ও আব্দুস সালাম (মুক্তখবর)।
এ কমিটির সকল সাংবাদিকদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক হুইপ মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমীন এমিলি ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস।