Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: জামালপুর শহরের বৈশাখী মেলা মাঠে শুক্রবার থেকে শুরু হয়েছে সাতদিনব্যাপী লুইস ভিলেজ বৈশাখী মেলা। জামালপুর জেলা প্রশাসন ও জামালপুর পৌরসভা এ মেলার আয়োজন করেছে। উদ্বোধন করা হয়েছে। জামালপুর সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন।

বৈশাখী মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাসেল সাবরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা প্রমুখ।

মেলায় বিভিন্ন পণ্য ও খাবারের ৫০টি দোকান স্থান পেয়েছে। এবারের মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক। মেলামঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।