খােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গোপিনাথপুর গ্রামে (৬ নং ওয়ার্ড) এ পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মনোয়ার হোসেন, মাওলানা মোঃ হাবিবুল্লাহ, আওয়ামীলীগ নেতা ইদ্রিস শেখ, বাবন সরদার, মিজান বিশ্বাস, নিরঞ্জন প্রমুখ। বক্তরা জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে একযোগে কাজ করতে অঙ্গীকার করেন। পৌর কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন ভুঁইয়া অনুষ্ঠানের আয়োজন করেন।