খােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: রাজধানীর দুই সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা প্রতি বছর শত শত কোটি টাকা খরচ করে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও উন্নয়ন করলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না ঢাকাবাসীর। এদিকে বর্ষা সন্নিকট হলেও ঢাকা শহরের এক-তৃতীয়াংশ এলাকায় চলছে খোঁড়াখুঁড়ি। ভরা বর্ষায় এই অবস্থা বিরাজমান থাকলে জলাবদ্ধতা কী ভয়াবহ রূপ নেবে তা বলার অপেক্ষা রাখে না।
জানা গেছে, রাজধানীর ২৬টি খাল, তিন হাজার কিলোমিটার ড্রেন এবং জলাশয়গুলো আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা করতে ঢাকা ওয়াসা বিগত সময়ে ড্রেনেজ বিভাগের মাধ্যমে প্রায় এক হাজার কোটি টাকা এবং দুই সিটি কর্পোরেশন বিগত পাঁচ বছরে আরও এক হাজার কোটি টাকা খরচ করলেও অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি।
সংশ্লিষ্টদের মতে, ঢাকা ওয়াসা ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা, অপরিকল্পিত, অদূরদর্শী কার্যক্রম এবং নগরবাসীর অসচেতনতার কারণে মূলত জলাবদ্ধতার সুফল মিলছে না। এজন্য জনগণের অসচেতনতাকেই দায়ী করেছে বিশেষজ্ঞরা। তবে পরিস্থিতির উন্নয়ণে মাঝে মাঝে কিছু কার্যক্রম পরিচালনা ছাড়া জনম্পৃক্ততার বিশেষ কোনো নজির নেই ওয়াসা বা সিটি কর্পোরেশনের।
তবে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম’ (সিপ)। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ‘টেকনিক’ শিক্ষা দিয়েছে।
এ ব্যাপারে সিপের দুর্যোগ সহনশীল ঢাকা কর্মসূচির প্রকল্প পরিচালক সাইফুন নাহার বলেন, রাজধানীর জলাবদ্ধতার অনেক কারণ রয়েছে। এর মধ্যে সমন্বয়হীন অপরিকল্পিত কার্যক্রম এবং অসচেতনতা অন্যতম। কেননা, ঢাকা শহরের পানি নিষ্কাশন মাধ্যম ড্রেন, খাল, ডোবা ভরে ফেলছে নগরবাসী। আবার জলাবদ্ধতার ভোগান্তিরও শিকার তারা। নগরবাসীকে সচেতন করার পাশাপাশি সমন্বিতভাবে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিচালনা করা গেলে বিদ্যমান সমস্যার সমাধান করা সম্ভব হবে। নইলে ভোগান্তি বাড়তে থাকবে।
ঢাকা শহরে পানি নিষ্কাশনের জন্য টেকসই ড্রেনেজ সিস্টেম গড়ে তোলার পাশাপাশি খালগুলো দখল ও ভরাটমুক্ত রাখতে হবে। এছাড়া সঠিক ‘মেইনটেনেন্স’ করে সক্রিয় এবং ঢাকা ওয়াসা ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের মধ্যে কার্যকর সমন্বয় রাখতে হবে। তা না হলে সুফল আসবে না।