খােলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭: হাওর অঞ্চলের অকাল বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষনা করা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে দ্রুত সরকারি/বেসরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে ইটনা উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি, ঢাকা মানববন্ধন করে। সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে উপস্থিত নেতৃবৃন্দ এ দাবি জানান।
আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ হুমায়ুন কবির চৌধুরীর উপস্থাপনায় এই মানববন্ধনে বক্তব্য রাখেন মোখলেছ-উর-রহমান ঠাকুর, ড. হালিম দাদ খান, আবদুল গণি তোতা মিয়া, হারিস উদ্দিন নুরী, মোঃ সিরাজ উদ্দিন খান, নারায়ন চন্দ্র সাহা, মোঃ আবদুল হামিদ, এড. এস. এম গোলাম সোবহান শেখুল, আবদুল হামিদ ভূইয়া, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, মোঃ আজিজুল হক, মোঃ বিল্লাল হোসেন, ডাঃ শাহীন রেজা চৌধুরী, ড. বদরুজ্জামান কাঞ্চন, এড. বিমল চন্দ্র রায়, কামরুল হাসান বাবুসহ হাওর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, অতি দ্রুত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করাসহ প্রতিটি ঘরে ঘরে ত্রাণ ও কৃষি সামগ্রী পৌঁছে দিতে হবে এবং সঙ্গে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে। এলাকার সকল কৃষকের কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মওকুফ করতে হবে। জলাশয় লীজ প্রথা বাতিলসহ ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফিস মওকুফ করতে হবে। মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে যে কর্মসূচি দিয়েছেন তার যথাযথ বাস্তবায়নের দাবি করা হয়।