Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18486419_437544069944121_2755325212502810048_nখোলা বাজার২৪।। শনিবার , ১৩ মে, ২০১৭,পিরোজপুর প্রতিনিধি: আজ সকালে  পিরোজপুর জেলা বিএনপি প্রশাসনের অনুমতি নিয়ে পুর্ব নির্ধারিত বিশেষ কর্মীসভা জেলা বিএনপি কার্যলয়ে শুরুহয়। বিশেষ কর্মীসভা চলাকালীন পুলিশ আকর্সিক ভাবে পিরোজপুর জেলার দায়িত্ব প্রাপ্ত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপনের সাম্মনেই পুলিশ অফিসে ডুকে নেতাকর্মীদের উপরে লাঠিচার্জ করে। এতে প্রায় ২৫/৩০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়।

এর প্রতিবাদে ড.আসাদুজ্জামান রিপন পিরোজপুরের নির্ধারিত কর্মীসভা বর্জন করেন। বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, সরকার বাকশালকেও ছাড়িয়ে গেছে। দেশে আইনের শাসন নেই। সভা সমাবেশ একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। অথচ সরকার আমাদের সে অধিকার কেড়ে নিচ্ছে। আমরা কোথাও কোনো সভা সমাবেশ করতে পারছি না।পুর্ব অনুমতি থাকলেও  পুলিশ বিএনপি নেতাকর্মীদের অমানবিক ভাবে লাঠিপেটা করে আজকের এই বিশেষ কর্মীসভা পন্ড করে শতাদিক নেতাকর্মী আহত এবং একাদিক নেতাকর্মীদের গ্রেফতার করে, এটা কেমন গণতন্ত্র? ডঃ আসাদুজ্জামান রিপন বলেন, বর্তমান সরকার সারাদেশকে কারাগার বানিয়েছে । পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে বিশেষ সভা বর্জন ঘোষণা করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

18403644_1445229302206908_7782059711666291710_nএসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক মাহাবুবুল হক নান্নু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান, জেলা সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগির হোসেন, সদস্য এলিজা জামান , নজরুল ইসলাম খান,আবুল কালাম আকন প্রমুখ।বিশেষ সভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের বেধরক লাঠিপেটা করে পুলিশ, তারপর নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পরে।

হামলায় আহত হয়  ছাত্রনেতা এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, সালাউদ্দিন কুমার, খাইরু ইসলাম বাবু, এম ডি শহিদুল ইসলাম রানা, মোঃ শাহিন, মাসুদ গাজী, সুভ হাওলাদার, আছাদুজ্জামান শেখ নয়ন, মোঃ রিজবি, শামিম শেখ, সাদ্দাম খান সহ প্রায় ২৫/৩০ জনছাত্রনেতা এবং রিয়াজ সিকদারকে বেধরক লাঠিপেটা করে আটক করেছে পুলিশ।

18450118_1908264082787170_2085753790_n (2)এসমায় জেলা বিএনপির সনির্বর বিষায়ক সম্পাদক কামরুজ্জামান চান নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটা থেকে বাঁচাতে গেলে পুলিশ তাকেও আহত করে এবং তাকে গ্রেফতার করে, পরে তাকে ছেরেদেয়।

এবিষয়ে  জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগির হোসেন বলেন, সরকার পরিকল্পিত ভাবে পুর্ব অনুমতি থাকা সত্যেও আমাদের এই বিশেষ কর্মীসভা আওয়ামী পেটোয়া পুলিশ বাহিনী দিয়ে বানচাল করে দেয়। তিনি এই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এই হামলার দোষীদের বিরুদ্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।