খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) পেইন কিলার জাতীয় ওষুধের মাত্রাতিরিক্ত ব্যবহার রোধে এবার সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রশিক্ষণের আওতায় আনার পরামর্শ দিয়েছে। সংস্থাটি মনে করে চিকিৎসকদের যদি পেইন কিলারের মারাত্মক ক্ষতিকর দিকগুলো বুঝানো যায় তাহলে পেইন কিলারের অপব্যবহার ও মাত্রাতিরিক্ত ব্যবহার রোধ করা সম্ভব।
এফডিএর বিশেষজ্ঞগণ মনে করেন, নানা কারণে পেইন কিলারের প্রেসক্রিপশন দিন দিন বাড়ছে এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র এক ধরনের পেইন কিলারের প্রেসক্রিপশন দেয়া হয়েছে ১৭০ মিলিয়ন বা ১৭ কোটি। কোনোভাবেই পেইন কিলারের অতি ব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করা যাচ্ছে না। এফডিএ মনে করে চিকিৎসকদের কনভিন্স করা সম্ভব হলে ব্যথানাশক বা পেইন কিলার জাতীয় ওষুধের অপব্যবহার রোধ করা যাবে। বিশেষজ্ঞদের মতে, কোনোভাবেই অতিমাত্রায় পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করা উচিত নয়।