Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭:অবসর ভাতাসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন গ্রাম পুলিশরা। রবিবার বেলা ১১টার সময় রাজশাহী মহানগরীর সিআ্যান্ডবি মোড় থেকে গ্রাম পুলিশরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে হাজির হন। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আসা পুলিশ অংশ নেন। বিক্ষোভ শেষে তারা পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেন। এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের জেলা কমিটির সভাপতি আবদুল করিম মণ্ডল, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। গ্রাম পুলিশদের দাবিগুলো হলো- চাকরি শেষে অবসর ভাতা, চতুর্থ শ্রেণির কর্মচারির মর্যাদা, ঝুঁকি ভাতা ও রেশনের ব্যবস্থা, ঢাকার আশপাশে গ্রাম পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সরকারি চাকরিতে গ্রাম পুলিশদের সন্তানদের ১০ শতাংশ কৌটা সংরক্ষণ।