Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

unnamedখােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭,মোঃ রাসেল মিয়া নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, শিক্ষা ছাড়া কোন দেশ উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান, শতভাগ উপবৃত্তি দেওয়া হচ্ছে। নতুন নতুন একাডেমিক ভবন করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার ভিত স্থাপন করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই প্রথম প্রাথমিক বিদ্যালয় সরকারী করেছিলেন। এরপর তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইবার প্রাথমিক বিদ্যালয় সরকারী করেছেন। ফলে আপনারা (শিক্ষকরা) সরকারের উন্নয়ন ও সাফল্য জনগনের মাঝে তুলে ধরুন।
তিনি গত ১৩ মে শনিবার শিবপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা অডিটরিয়ামে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সভায় উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা খান ইউসুফজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগীয় উপ পরিচালক ইন্দু ভূষণ দেব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সুলতান মিয়া, ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এ কে এম মাসুদুর রহমান খান। সভা পরিচালনা করেন প্রধান শিক্ষক হানিফ সিকদার।