খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: লালমনিরহাটের হাতীবান্ধায় মায়ের পা ধুয়ে দেয়ার এক ব্যতিক্রম আয়োজনের মধ্যদিয়ে পালিত হল বিশ্ব ‘মা’ দিবস। গতকাল রবিবার এ উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করেন।
ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)আজিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মাকতুফা ওয়াসিম বেলি, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।