খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: ১৪ মে রোববার দিনাজপুর সদর উপজেলার ৫নং শশড়া ইউনিয়ন পরিষদ হল রুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী পামডো’র আয়োজনে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচীতে অতিদরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় আন্তঃসম্পর্ক (ইন্টারফেইস) সভা অনুষ্ঠিত।
শশড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মূল আলোচ্যক হিসেবে আলোচনা করেন, জেলা মহিলা বিষয়ক কার্যালয় দিনাজপুরের প্রোগ্রাম অফিসার মোঃ আবু বেলাল ছিদ্দীক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তারিনা বেগম, উপজেলা সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী আসমা খাতুন, উপজেলা মাধ্যমিক সহকারী একাডেমিক অফিসার নির্মল কুমার রায়। প্রকল্প বিষয় নিয়ে আলোচনা করেন, পল্লীশ্রী’র প্রকল্প সমন্বয়কারী মইনুল হক বাপ্পী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পল্লীশ্রী’র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার এসএম তারিকুল ইসলাম, সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট সুপার ভাইজার মোঃ রবিউল ইসলাম, সিডিএস মোঃ জনি। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার অতিদরিদ্র ও দুঃস্থতা কমিয়ে আনার মাধ্যম হিসেবে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে। এই কর্মসূচীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার ত্বরান্বিত করছে। উল্লেখ্য, সামাজিক নিরাপত্তা ৯টি কর্মসূচীর মধ্যে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী ভাতা, মাতৃকালীন ভাতা, ভিজিডি-ভিজিএফ- কাজের বিনিময়ে খাদ্য শিক্ষা উপবৃত্তি ও প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।