খােলা বাজার২৪।। রবিবার , ১৪ মে, ২০১৭: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানে পাবনা-কুষ্টিয়া মহাসড়কে অবস্থিত এ.বি মটরস নামের একটি দোকানের শার্টারের তালা ভেঙ্গে ট্রাকের ২০ টি ব্যাটারী চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে এ.বি মটরস দোকানের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরচক্র ২০ টি এ্যাপোলো কোম্পানির ট্রাকের ব্যাটারী চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে এ.বি মটরস এর প্রোঃ মোঃ বুলবুল ভেড়ামারা থানাতে একটি সাধারণ ডায়েরী করেছেন। এ.বি মটরস এর প্রোঃ মোঃ বুলবুল জানান, প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত ১০ টার সময় ভেড়ামারা ১২ মাইলে মিজান তেলপাম্প সংলগ্ন আমার নিজ দোকানের শার্টারে তালা দিয়ে বাড়ী যায়। সকালে দোকানে গিয়ে জানতে পারি, আমার দোকানে শার্টারের তালা ভেঙ্গে চুরি হয়েছে। অজ্ঞাত চোরের দল আমার দোকান থেকে ট্রাকের ২০টি এ্যাপোলো কোম্পানী’র ব্যাটারী চুরি করে নিয়ে প্রায় দুই লাখ ত্রিশ হাজার টাকা’র ক্ষতি সাধন করেছে।
ভেড়ামারা থানার ডিউটি অফিসার এএসআই মনিরুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ভেড়ামারা থানায় এ.বি মটরস এর প্রোঃ মোঃ বুলবুল একটি সাধারণ ডায়েরী করেছেন। জি.ডি. নং -৬১৫। তারিখ ঃ ১৪-০৫-২০১৭ ইং।